EMIS CODE: 406051832

01814777470

ullasmultimeadiaschool@gmail.com

English

লগ ইন

মেধা, জ্ঞান ও প্রতিভা নিয়ে কেউ জন্মায় না। জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ হিসেবে তৈরি করতে হয়। পিতা-মাতা হল ও সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবার ই-হল সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা বিকাশের অন্যতম স্থান। মেধা বিকাশের প্রয়োজনীয়তা অনুভব থেকে 2019 সালে প্রতিষ্ঠা করা হয়েছে অত্র প্রতিষ্ঠানটি। তখন থেকে আজ পর্যন্ত জ্ঞানের আলো বিতরনের মৌলিক দায়িত্ব পালন করে আসছে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে যুগোপযুগী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয় প্রণীত প্রযুক্তি নির্ভর কারিকুলামের আলোকে অত্রপ্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার কাজ করে চলছে।

অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী। ডিজিটাল বাংলাদেশ গঠন ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার প্রযুক্তিগত জ্ঞানের ব্যাবহার বৃদ্ধি করার কাজ অব্যাহত রেখেছি।

এছাড়াও খেলাধুলা, দেশিয় সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে। বায়োমেট্টিক পদ্বতিতে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু করা আছে। এখান থেকে আমাদের শিক্ষার্থী, অভিবাবক শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসে ওয়েব সাইটে পেয়ে যাবেন।

এই ওয়েব সাইটটিতে যে সকল তথ্য উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এর ফলে এক দিকে আমরা ইনফরমেশন হাইওয়ে । উঠতে সক্ষম হব। পাশাপাশি আমাদের কাজ স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান আল্লাহর কাছে এই কামনা করি।

 

মোঃ আজহারুল ইসলাম

প্রধান শিক্ষক

উল্লাস মাল্টিমিডিয়া স্কুল

Creating Document, Do not close this window...