EMIS CODE: 406051832

01814777470

ullasmultimeadiaschool@gmail.com

English

লগ ইন



বিসমিল্লাহির  রহমানির  রহিম

"আসসালামু আলাইকুম,"

গোমতী নদীর কূল ঘেষে গড়ে উঠা জনপূর্ণ এলাকা দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চরচারিপাড়া এবং তার পার্শ্ববর্তী গ্রামের শিক্ষার্থীরা নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত ছিল বহুকাল। প্রতিষ্ঠানিক শিক্ষাবিহীন এলাকায় থেকে মানসম্মত শিক্ষার জন্য প্রায় চার কিলোমিটার দুরত্বের গৌরীপুরে যেতে হয় তাদের। তাছাড়া এখানে প্রাথমিক ও মানসম্মত শিক্ষা নিয়ে প্রশ্ন ছিল বহুদিন। তাই এ এলাকার আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে আমাদের ”উল্লাস মাল্টিমিডিয়া স্কুল” এর যাত্রা শুরু ২০১৯ সালের শেষের দিকে। 

আমার বাবা মরহুম ওয়াহেদ আলী মাষ্টর ছিলেন শিক্ষিত। অত্র এলাকায় হাতেগোনা কয়েকজন দলিল লেখকের একজন ছিলেন তিনি। শিক্ষিত বাবার সন্তান হয়েও বাবার অকাল মৃত্যুতে থমকে যায় আমার লেখাপড়া। প্রাতিষ্ঠানিক শিক্ষার আগ্রহ ও আমার চোখের জলের কাছে হার মানে দারিদ্রতা। 

সময়ের পরিক্রমায় এবার আমার সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে এগিয়ে যাই একক প্রচেষ্টায়। নিজের পড়াশোনা শেষে আমার সাথে সহযোগী হয়ে হাল ধরে আমার বড় ছেলে। আল্লাহর মেহের বানীতে আমার ছয় সন্তান এখন আমার ইচ্ছার প্রকাশ ঘটিয়ে শিক্ষিতদের খাতায় স্বাক্ষর রেখেছে। নিজে স্বল্প শিক্ষিত হলেও এবার স্বপ্ন দেখি সামাজিক শিক্ষায় বিশেষ অবদান রাখার। তাই সমাজ ও দেশকে শিক্ষার আলোয় আলোকিত করার অংশীদার হয়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ”উল্লাস মাল্টিমিডিয়া স্কুল” এর পথচলা শুরু। আমাদের পরিবারের এই চলার পথে আপনার/আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।

Creating Document, Do not close this window...